একাকীত্ব
~মোঃআসাদুজ্জামান লিংকন
একাকিত্বকে যখন আলিঙ্গন করা যায়
জীবনটা তখনই সুন্দর
চারপাশের কোলাহলে এখন বিরক্ত হই না,
মানুষের অহেতুক তর্কের ভিড়ে
আজ আমি নিজেকে আড়াল করা শিখে গেছি,
আড্ডার আসরে আমি আজ
এককোণে থাকা শিখে গেছি,
চায়ের আড্ডা গুলো আজ
উপেক্ষা করা শিখে গেছি ব্যাস্ততার অজুহাতে!
সকলের প্রশ্ন গুলো এড়িয়ে চলতে শিখে গেছি
একটি মিষ্টি হাসি দিয়ে,
ভালো আছি বলা শিখে গেছি
কান্না লুকানো শিখে গেছি হাসির আড়ালে।
আজ আমার সময় কাটে এই চার দেয়ালে,
সময় কেটে যায় বই এর পাতায়,
সময় কেটে যায় ঐ ভোরের সূর্যোদয়ে,
সময় কেটে যায় দুপুরের রৌদ্র গগনের সাথে,
সময় কেটে যায় ঐ গোধূলি কে আপন করে,
সময় কেটে যায় সূর্যোস্ত সন্ধ্যা উপভোগ করে,
সময় কেটে যায় চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে,
সময় কেটে যায় ঐ আধাঁরকে আপন করে,
সময় কেটে যায় ঐ পাখির কলকাকলিতে,
সময় কেটে যায় নীল অপরাজিতার স্নিগ্ধতায়
সময় কেটে যায় ঐ কাঠ গোলাপের শুভ্রতায়,
সময় কেটে যায় বৃষ্টি বিলাসিতায়,
সময় কেটে যায় একটু উদাসীনতায়,
সময় কেটে যায় আঙ্গিনার ঐ বাগান বিলাসে,
সময় কেটে যায় একটু চায়ের চুমুকে,
সময় কেটে যায় ডায়েরিতে কলম ছোঁয়ায়।
শত ব্যাস্ততার ভিড়ে আজও এরাই সঙ্গী
আসলে একাকীত্বই উপভোগ্য,একাকিত্বই সুন্দর।
~২৮/১১/১৯