আলো
~মোঃ আসাদুজ্জামান লিংকন


আলো, তুমি আমার প্রেমিকা ছিলে না
অথবা তোমার সাথে আমার সম্পর্কের
কোনো নাম ও ছিল না
তবুও তোমার হাত যতবার ছুঁয়েছি
আমার প্রেমিকার হাতও
এক লক্ষ বছরে ততবার ছোঁয়া হবে না!
আলো, কতদিন পর
তোমায় নিয়ে লিখছি বলোতো?
আমিও হিসেব রাখিনি,
হয়তোবা হবে কয়েকটি বছর।
আচ্ছা জ্বর হলে কি এখনো ডাকো আমায়?
যখন বুক জ্বলে যায়,
তখন কার হাত ছোঁয়াও বুকে?
কথাগুলো আমার জানার দরকার।
হয়তো আমি জানবোনা এগুলো
কোনদিনই, তবুও বলা!
ভেতরে ভেতরে আমি
আক্রোশ বয়ে বেড়াই!
ধ্বংসলীলা পুষে পুষে বড় করি!
সুযোগের অপেক্ষায় থাকি
কবে ভেঙেচুরে শোধ নেবো
তোমার বেহিসাবী উপেক্ষার!
আমার চোঁখে বৃষ্টি শুরু হয়
বিরতিহীন, ক্লান্তিহীন অঝোর বৃষ্টি
সেই বৃষ্টিতে আমার ক্ষোভ জেদ
সবকিছুই আড়ালে চলে যায়!
আমার মনে পড়তে থাকে
আমিতো ভালবাসতে এসেছি
যুদ্ধ করতে নয়!