ধরো তোমার খোঁপায় বেঁধেছো বেলীফুল
সাথে কানে ঝুমকো দুল,
ঠোঁটের কোণে মায়াবী মৃদু হাঁসি
সে সময় যদি পেছন থেকে জড়িয়ে ধরে
শাড়ির কুঁচি করে দেই এলোমেলো
একটু জোর করেই না হয় স্পর্শ করবো,
তুমি কি তখন খুব রেগে হবে আগুন।
নাকি এপাশ হয়ে মুখ ফিরিয়ে
কপালে এঁকে দিয়ে চুমু,
বলবে ভালোবাসি তোমায় দিগুণ?
ধরো তুমি আর আমি কোনো একদিন;
দুজনে জীবনের পথে হাটতে হাটতে
হটাৎ যদি হারিয়ে যাই
তুমি আমার পথ চেয়ে প্রতীক্ষায় থাকবে কি?
ধরো তুমি আর আমি কোনো একদিন
দুজনে মেঠো পথ ধরে হেটে চলেছি।
হটাৎ আকাশ জুড়ে বৃষ্টি নেমে এলো!
তুমি সারাটা পথ আমার সাথে ভিজবে কি?
ধরো তুমি আর আমি,
এক জঙ্গলের মধ্যে; দুজনে,
বহুদূর পথ হাটতে হাটতে হারিয়ে গেছি
ধরো যদি হঠাৎ সন্ধ্যে নেমে এলো!
আমি ভয়ে তোমার বুকে মাথা রেখে চোখ বুজেছি।
তুমি শক্ত করে তোমার বুকে আগলে রাখবে কি?
ধরো তুমি আর আমি পাশাপাশি
সমুদ্র তীরে তোমার হাতে হাত রেখে হাটছি
হটাৎ এক ঢেউ এসে
যদি আমাকে ভাসিয়ে নিতে চায়!
তুমি আরো শক্ত করে হাতটা ধরে রাখবে কি?
ধরো যদি কখনো শোনো,
কোনো এক ছোঁয়াচে মরণ ব্যাধি
আমাকে পেয়ে বসেছে!
তখনও কি আমাকে জড়িয়ে ধরে বলবে
আমি তোমাকে অনেক ভালবাসি?