হলদে পাতার মত ঝরে যাবো একদিন
ঝরে যাবো পৃথিবীর বুক ছিঁড়ে সহসা!
সমস্ত অবহেলা অনাদর ক্রন্দনে মুড়িয়ে
হয়ে যাবো বিলীন শিউলি ঝরা নরম ঘাসের পরে,  
ঝরে রবো পৃথিবীর লাল নীল আলোর কুহক ভুলে
এক চির অমানিশার প্রণয়ে!
হারিয়ে যাবো এই চেনা পথ নদী মাঠ সবুজ ঘাস ছেড়ে,
খুব করে ঝরে যাবো একদিন!
যারা ঝরে গেছে মলিন বেদনায় পৃথিবীর কাছে সহস্র বছর হতে!
সুখ-সৌহার্দ অভিমান-অভিযোগের
এই চাওয়া-পাওয়ার  নিরেট উৎকন্ঠতা ছেড়ে
ঝরে যাবো একদিন
জোনাকির আচ্ছন্ন এক অন্ধকার সমাধির বুকে।
সেদিন ফুল হাতে আর খুঁজোনা আমায়
তোমার ছলনার চোখদুটো ছলছল করে
মনের মধ্যে চলে অগণিত অশান্তি
সারাক্ষণ অপ্রাপ্তির সহযাত্রী!
চোখে মনে লেগে থাকে ক্লান্তির কমা
তবু সব ফেলে এগিয়ে চলে জীবন লেখা!


~লিংকন