নাফ নদীতে ভাসছে মানবতা
সীমান্তে অসহায় মানুষের আর্তচিৎকার,
তার নিকৃষ্টতম উদাহরণ আজকের মিয়ানমার
কোথায় আজ মানবতা কোথায় মানবাধিকার ?
বলছি মিয়ানমারের নির্যাতিত মানুষের কথা,
একবিংশ শতকের প্রারম্ভে খুনিদের ধিক্কারের কথা
জাতিগত বিদ্বেষের লেলিহান ছোবলে পুড়ছে মানবতা।
ক্ষুধার্ত ঐ মানুষগুলো ভাসছে সাগর বুকে,
এমনি করে অসহায়রা মরছে ধুঁকে ধুঁকে।
নির্যাতিত নিপীড়িত হাজার হাজার মুসলমান,
রোহিঙ্গারা আজ বড় অসহায় হারিয়ে আরাকান।
মানবতার এমন করুণ আর্তনাদ
বিশ্ববাসীর কানে না যায়,
মানবাধিকার রক্ষায় জাতিসংঘ অসহায়
ইতিহাসের নির্মম পরিহাস উপহাস করে লজ্জায় । তাদের জন্য হৃদয়ের গহীনে কান্না ও আর্তনাদ,
জানালাম কলমের ভাষায় প্রতিবাদ।।