দিনের পর দিন মাসের পর মাস চলে যায়
বছরের পর বছর চলে যায় ;অপেক্ষা বাড়তেই থাকে।
বর্ষা আসে আবার সুযোগ বুঝে চলে যায়
শীত এসে গাছের পাতা অনবরত ঝরতে থাকে
সন্ধ্যা গুলো শীতল হয় দিনে দিনে
কবরে লাশের সংখ্যা বৃদ্ধি পায় দিনকে দিন।
চেনা মুখ গুলো হুট করে এক এক করে
সময়ের প্রয়োজনে হারিয়ে যেতে থাকে।
তোমার কাছে তিনশত পঁয়ষট্টি দিনে এক বছর
এটা অস্বাভাবিক মনে হতে পারে
কিন্তু আমার কাছে মনে হয় কয়েক শতাব্দী পার করছি!
বহুবার ফিরে আসতে চেয়েছি
ঝরা ফুল কিংবা ভোরের শিশির হয়ে তোমার পায়ের কাছে!
ছুঁয়ে দিতে চেয়েছি তোমার আলতা রাঙা পা শীতল শিহরনে।
কিন্তু উত্তাল ঢেউ শুনবে কি বুকের মাঝে কোলাহল,
জমে থাকা বিষাদ আর নির্বাসিত কথামালা?
অথচ অপেক্ষা করার জো আমার আর নেই।
কারও অনুপস্থিতি আমি আর অনুভব করিনা সময়ে-অসময়ে।
কাউকে ভেবে সময়ের অপব্যয়ও করা হয়না আর।
কিছু স্বপ্ন পূরণের দৃঢ় অভিলাষে বারবার ছুটে গিয়ে
যখন শুন্য হাতে ফিরেছি প্রতিবার;
নিজেকে গুটিয়ে নেয়া ছাড়া আর কি'ই বা করার থাকে তখন!
শুধু জানি তুমি আমার দুরে থাকা ভীষণ কাছের কেউ
এরপরে আর পিছনে ফিরে তাকাইনি, কখনোই না!