প্রিয়তমেষু, তোমার জন্যে অপেক্ষা করতে করতে দাড়িয়ে আছি
এক মহাকাল দাঁড়িয়ে থাকা একলা পথিক হয়ে
কেউ আসেনি,না ঘুম,না স্বপ্ন,না তুমি
অথচ কথা ছিল, একটি মন খারাপের রাতে
তোমাকে নিয়ে আমার লেখা কবিতাটি পড়ে শুনাবে।
শুনেছি প্রকৃতি নাকি খুব অদ্ভুত ভাবে আমাদের সাথে উপহাস করে,
তোমার আমার সম্পর্ক টা প্রকৃতির উদারতা নাকি সংকীর্ণতা
আমি তা আজও বুঝে উঠতে পারিনি!
আমিও এখন একা থাকতে শিখে গেছি
'একা থাকার ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আর আমাকে খুঁজে পাবে না'
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ হয়তো এই লেখা টা
আমার জন্যই লিখেছিলেন।
ধন্যবাদ তোমাকে মূল্যবান এই শিক্ষাদানের জন্য!
প্রিয়তমেষু,বুকের ঠিক বাঁ পাশে,
কি এক করুন সুর, নিরন্তর চলেছে বেঁজে
কতোটা বদলে গেছি আমরা,
একজন আরেক জনের থেকে কতটা দূরত্বে। অথচ,আমরা প্রতিজ্ঞা করেছিলাম
পৃথিবী বদলে গেলেও কখনো বদলাবো না আমরা!
সময়ের বাঁকে বাঁকে আমরা খুঁজে পেয়েছি নিজেরা নিজেদেরকে।
অচেনা পথিকের পিছু পিছু চলে গেছি জীবন থেকে বহুদূর;
কোথায় খুঁজবো মঞ্জিল আর কোথায় পাবো পুরানো সময়;
যা গেছে চলে তা এখন আর আমার নয়।
প্রকৃতির এই বিদঘুটে নিয়মে আমি রাত জেগে অমাবস্যা পেয়েছি,
জোছনা প্রিয় চোখে পূর্ণিমা পায়নি আদো,
ছায়াময় এই তল্লাটে আমি শুধু প্রেমিক হয়েছি,
ভালোবাসা হতে পারিনি কারো।