এখনো রাত শেষ হতে অঢেল সময় বাকি
তবুও কিছু মূহুর্ত তুলে রেখেছি
কে জানে! আবারো যদি যেতে হয় অন্ধকারের খোঁজে !
আজকাল আলোর মাঝে থেকেও
এক চিমটি অমাবস্যা আমাকে ভীষণ টানে;
এখনো অনেক পথ বাকি ঘরে ফিরে যাবার
আলো নেই চোখে, পথ জুড়ে অন্ধকার;
যেনো হৃদয়ে জমেছে পৃথিবীর সব হাহাকার।
এ রাতে মন খারাপের মাঝেও
জোৎস্নার আলো চকচক করে ওঠে
কেউ কেউ কোথাও না কোথাও জেগে থাকে সারারাত।
চুপচাপ। ভীষণ চুপচাপ।
আর এভাবেই কত-শত বার রাতের আকাশের কাছে
চেয়ে যাই ঘুমহীন মানুষের ঘুম।
এমনি করেই বহু রাত বাড়ে
অন্ধকার জমজমাট হয়।
নিরবতা আরো আরো বেশি গাঢ় হয়
মনে পড়ে কারো কথা খুব।
অদ্ভুত প্রিয় কিছু ব্যস্ততা পেরিয়ে গেলে
নেমে আসে জগতের সমস্ত একাকীত্ব।
এগিয়ে যাই অচেনা পথের আঁকেবাঁকে।
বহুদূর;যে দূরের দেশে
কেউ কখনোই খুঁজতে যাবে না।
খবর পৌঁছাবে না আর পুরানো ঠিকানায়।