রুপা
~মোঃ আসাদুজ্জামান লিংকন


রূপা, তুমি কি জানো
খুব সাধারণের ভেতর অসাধারন একটি মেয়ে
তোমার ভেতর অসাধারনের অনেক কিছু আছে
সেটা তুমি নিজে ও জানো না।
তোমার উজ্জল শ্যামলা মুখখানা
বোকা বোকা চেহারাটা সত্যিই অসাধারণ।
তুমি কী জানো তোমার ওই
কাজল দেয়া চোখের মায়ায় যে কেউ পড়বে
তোমার ভেতর মুগ্ধতার অভাব নেই।
আমি জানি রূপা তুমি প্রতি পূর্ণিমাই চাঁদ দেখো
আর আমার জন্য অপেক্ষা কর।
এটা ও জানি তুমি সেদিন
নীল শাড়ী হাত ভর্তি নীল চুড়ি চোখে কাজল,
আর কপালে কালো টিপ পরে জানালা দিয়ে জোছনা দেখো।
কিন্তু তুমি কোনদিন তোমার জানালা দিয়ে
রাস্তার ল্যাম পোষ্টার দিকে খেয়াল করোনি।
আমি প্রায় সময় তোমার দেয়া হলুদ পাঞ্জাবী
গায়ে পরে সেই ল্যাম পোষ্টের নিচে দাড়িয়ে থাকি
তবে একটু আড়াল হয়ে থাকি
যাতে তুমি না দেখো আমায়,
লুকিয়ে লুকিয়ে জোছনা দেখি
আর জোছনার আলোতে ঐ জানালার পাশে বসে থাকা
অভিমানি মেয়েটার অদ্ভুত সুন্দর মুখখানা দেখি।
কিন্তু সেদিন হঠাৎ তোমার নজর পড়লো
সেই ল্যাম পোষ্টের নিচে দাড়িয়ে থাকা
হলুদ পাঞ্জাবি পরা মানুষটার দিকে
সাথে সাথে মনে হয় তুমি বুঝে গেলে
ঐটা আমি ছাড়া আর কেউ না
তুমি জানালা দিয়ে চিৎকার দিলে
হিমু হিমু দাঁড়াও যেও না
আমি আসছি আমি ও তোমার সাথে চাঁদ দেখবো
তোমার হাত ধরে নির্জন রাস্তায় ঘুরে বেড়াবো
কিন্তু আমি সেদিন আর পিছনে ফিরে তাকাইনি!