শপথের বাণী পাঠ করে যারা জীবন করেছে শুরু,
দেশের সেবায় নিয়োজিত তারা একটুও নয় ভীরু।
আমরা দুর্জয় আমরা নির্ভয় আমরাই নির্ভীক,
রক্ষা করি বাংলার মানচিত্র, আমরা বিজিবির সৈনিক।
নিশ্চিন্ত নিরাপদে থেকো আমার দেশের জনগন,
সীমান্ত সেনা আমরা জেগে আছি সর্বক্ষন।
সীমান্ত রক্ষায় শপথ নিয়ে জীবন করেছি দান,
হাসি মুখে মরতে পারি রাখতে লাল সবুজ পতাকার সম্মান।
দিনে-রাতে, পাহাড়-জঙ্গলে চক্ষু দুটি সদা জাগ্রত,
ডিউটি করি সীমান্তে থেকে ইবাদতের মতো পবিত্র।
আমরা সীমান্তের অতন্দ্র প্রহরী আমরা সাহসী আমরাই দুর্বার,
রোধ করিবো চোরাচালান নারী-শিশু ও মাদক পাচার।
কঠোর প্রশিক্ষণে উঁচু মনোবলে তুলে নিয়েছি হাতিয়ার,
বাংলার সীমান্ত রাখিব মুক্ত হয়ে এক একটি সীমান্ত পিলার।
মা মাটি দেশের মায়া দৃঢ় সাহস বুকে জড়িয়ে নিয়ে,
পিলার হতে পিলারে ছুটি শূন্য রেখার প্রান্ত ছুঁয়ে।
যুগ যুগান্তরে দেশের কল্যাণে ধরে রাখিব দেশের হাল,
পতাকার জন্য জীবন দেব আমরা চিরকাল।
মোদেরই প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে,
আমাদের ও অনেক দুঃখ হয় বেদনায় অভিমান অনুরাগে।
বহিঃশত্রুর আক্রমণ হতে দেশকে করব রক্ষা,
দেশের ফাস্ট লাইন ডিফেন্স বিজিবি'র এটাই মূল দীক্ষা।
স্বদেশের সুরক্ষায় আমি ক্লান্তি বিহীন হোক যতই অন্ধকার,
আমার অনিদ্রায় আনে তৃপ্তির ঘুম কোটি কোটি জনতার।
কত শত যুদ্ধে দেশের জন্য জীবন রেখেছিল বাজি,
আমরা তাদের উত্তরসূরি দেশের জন্য হাসি মুখে  প্রাণ দিতে রাজি।।