তুমি আমার কাছে প্রিয় একটা কবিতা
যার কিছুটা লেখার পর হারিয়ে ফেলেছি
লেখার আকুল স্পৃহা নিয়ে গন্তব্যহীন পথিক বেশে,
ব্যথিত চিত্তে হেঁটেছি পৃথিবীর পথে।
আমি চাই না তুমি ফিরে আসো
ফিরে আসলেই সব আগের মত হয়ে যায় না।
তুমি ফিরে আসলেও
তোমার-আমার মনের দূরত্বটা আর ঘুচবে না
আড্ডাটাও ঠিক আগের মতো জমবে না।
চেনা ইনবক্সে সেই অচেনার মত ফরমালিটিস দেখাতে হবে!
তুমি ফিরে আসলেও
তোমার-আমার বিশ্বাসটা ঠিক ফিরে আসবে না
নির্ঘুম রাত গুলো ফিরে আসবে না,
ফেলে আসা একাকিত্বের সময় গুলোও ফিরে আসবে না।
প্রেম ভরা পৃথিবীর পথে আমি প্রেমিক হয়েছি বহুবার,
তবে ভালোবেসে প্রিয় হতে পারিনি কখনো,
ভালোবাসার চেষ্টা করলেও
মনের কোথাও খানিকটা ঘাটতি থেকেই যাবে।
তোমার আঘাত করা কথা গুলো
তুমি ফেরত নিতে পারবে না।
'ভালোবাসি না' বলে যে ক্ষত তৈরি করেছো
কোটি বার 'ভালোবাসি' বলেও ক্ষতটা শুকাতে পারবে না।
আর মিছিমিছি কেন অভিনয় করবে বলো?
তার চেয়ে বরং তুমি নিজের মত থাকো!
আমি চাই না তুমি ফিরে আসো।
কারণ, তোমাকে প্রত্যাখ্যান করার সাধ্য আমার নেই!