""করোনা""
আজকাল নাম খানি অনেক চেনা
হাঁচি-কাশিতে ছড়ায় তাহা। 
তাইতো রেহাই পেতে চাই শুধুই সচেতনতা
বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা...


তাইতো বাঁচতে হলে মানতে হবে
এই নিয়ম গুলা।
যদি যাও বাইরে,
তবে পরতে হবে মাস্ক আগে।


কোথাও গেছো,
যদি ফিরেছ ঘরে
সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে,
হাত ধুতে হবে সবার আগে..


শুধু কী তাই...?
না না... 
কোন কিছু খাবারও আগে
ধুতে ভালো করে
যদি যাও কোন কিছু কিনতে,
কিনবে.....
হুম...তবে তিন ফুট দুরুত্ব বজায় রেখে।


গলা ব্যথা শ্বাস কষ্ট হাঁচি,
যদিও আছে জ্বর-সর্দি কাশি
ডাক্তার কে বলতে
করো না কো দেরি


যদি তোমার চাক্ষুষে,
কারো উক্ত উপসর্গ মেলে... 
তো বলে ফেল সরকারি স্বাস্থ্য সেবার দারে।


যদি ফিরেছ বিদেশ থেকে,
থাকতে হবে হোম কোয়ারেন্টিনে
অন্তত ১৫ দিন ধরে


সবাই যদি একটু মানি,
সচেতনতা বৃদ্ধি করি,
তা হলেই তো রুক্ষতে পারি


''নিজে বাঁচি সমাজ বাঁচাই''
এই স্লো গান ধরে
মানতে হবে থাকতে হবে
হোম কোয়ারেন্টিনের দারে


তাই তো,
ঘরে থাকি সুস্থ থাকি
সমাজ টাকে রক্ষা করি
হোম কোয়ারেন্টিন পালন করি।