একঘর ভেঙ্গে এসে ,
বেধেঁছি নতুন ঘর-
আবার নতুন ঘরে-বড় আশা নিয়ে
দিতেছি পাড়ি এই অবেলায় !


তুমি মোরে নিঃস্ব কোরোনা
প্রেম পাইনী বলে
সেই আদি হতে আজও
আমি ছুটে চলেছি অদম্য জোরে
জানি না......
কার হ্নদয়ের কোন গহব্বরে
কে বাজায় ,পাগল করা বাশিঁ ।


জানি না......
কোথা হতে পাই
ছুটে চলার এই দূর্বোদ্ধ সাহস ।
শুধু ছুটে চলি অচেনা নেশায়
পাগল করা এক অগন্তব্যের দিকে


অপমানের ভয় আছে জানি
তবুও কি অদৃশ্য মোহে
ঘর ভেঙ্গে বেরিয়েছি
অজানার পথে ।