বাংলা মায়ের সোনার পাতায় কত ছবি আকা,
তার মধ্যে ৭১ এর মহান স্বাধীনতা ।
কত ফুল ঝরে গেছে ৭১ এর যুদ্ধে,
তার জন্য পেয়েছি মোরা মহান স্বাধীনতা।

মায়ের বুকে গাথা আছে ৭১ এর কথা,
মহান স্বাধীনতা ভাইরে মহান স্বাধীনতা।
মায়ের মুখে শুনেছি ৭১ এর কথা,
বীরের মত যুদ্ধ করে পেয়েছি স্বাধীনতা।

বাংলা মায়ের সোনার পাতায় কত ছবি আকা,
তার মধ্যে ৭১ এর মহান স্বাধীনতা,
মহান স্বাধীনতা ভাইরে মহান স্বাধীনতা।

রাকিব আল হাসান লিটন

   ভাউলার হাট,ঠাকুরগাঁও
         01796031665