তোমার আমার ধর্ম নিয়ে যত দ্বন্দ্ব
নীতি নৈতিকতা পথ সরে হচ্ছি অন্ধ।
নিজের ধর্মেই শ্রেষ্ঠ সব লোকে কয়,
তুমি বা আমি কি শ্রেষ্ঠ, নাহি পরিচয়।
অন্ধ চোখে দ্বন্দ্ব বেশি, শুনা কথা দুনা
সত্য চেপে মিথ্যা বলি, নাহি হবে গুণা।
ধরাতলে যত ধর্ম ভিন্ন ভিন্ন নীতি,
ধর্ম নিয়ে রাজনীতি, ভাঙ্গে মনে ভীতি।
দেশে দেশে যুদ্ধ বাঁধে রাজায় রাজায়,
রক্ত প্রাণ বলি দেয়  শুধু যে প্রজায়।
সব ইতিহাস হয় না যে স্মৃতিকার,
নেতাই ছিল নেতাই আছে, সবে তার।
নেতা যদি পিতা, তবে সবার সমান-
ধর্ম দিয়ে অধর্ম এ দেখো সহস্র প্রমাণ।
কার উপর ভরসা করো এতো তুমি?
ধর্মের সূত্রে অধর্ম মূত্র  খাও  তুমি।


মানব ধর্মই শ্রেষ্ঠ —সবার সমান,
নিজ ধর্ম বক্ষে রেখে  হও আগুয়ান।
সবাই আপন মোরা বিপদে আপদে,
মিলেমিশে একাকার আমোদ প্রমোদে।
বিভেদ বিদ্বেষ নয় এক মনে হয়,
সবাই মোরা মানুষ এক পরিচয়।


১৬ পৌষ ১৪৩০
০২/০১/২০২৪