আমি যুদ্ধ কভু নিজ চক্ষে দেখি নাই,
হৃদয় দিয়ে করেছি  মন অনুভব,
ইতিহাস, কাব্য, গল্প, উপন্যাসে সব
সেই সব গল্পে কাব্যে নিজকে মিলাই।
যুদ্ধের শ্লোগানে মন  টানে সবে তাই
আমি বিজয় দেখেনি যুদ্ধের বৈভব,
আমি দেখেনি স্বাধীন দেশের শৈশব,
আমি দেখেছি স্বাধীন দেশ, পতাকাই।

আমি দেখেছি স্বাধীন দেশ মৃত্তিকাকে,
যার বুকে গেথে আছে মিশে আছে প্রাণ,
( ত্রিশ লক্ষ প্রাণ রক্তে লাল সবুজকে )
দেখেছি  স্বাধীন  দেশ, করতে  সম্মান।
আমি দেখেছি স্বাধীন প্রিয় বাংলাদেশ,
ভালোবাসা রবে মাগো, চিরকাল বেশ।


২৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
১৬ ডিসেম্বর ২০২৩ ইংরেজি