ভয়ঙ্কর কী দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেল?
হিরোশিমা ধ্বংস ন্যায় ঘন ঘুটে কালো!
তখনো হয়নি প্রভা —পৃথিবীর বুকে,
শত কোটি হৃৎপিণ্ড চলে ধুঁক ধুঁকে।
পূর্ণিমার চাঁদ ডুবে যায় কালো মেঘে
কাল প্যাঁচা ফিরে যায় ডেকে ডেকে।
আশঙ্কায় দেখা দিল  রবি পূর্ব মাঠে!
জানি না কার কী  কখন কী ঘটে?
আজ জানি না কি হবে সমাজের বুকে?
জানি না নিয়তি কার ভাগ্য দিল এঁকে।
জানি না সময় কার কভু যাবে থেমে,
বিধাতা নিষ্ঠুর হলো কেন? তার নামে।
তবু আশা নিয়ে আসে নতুন প্রভাত!
জীবনের সব সয়ে যাবে –প্রতিঘাত।