সতত জাগো তুমি হে তরুণ জোয়ান
তুমিই আজ দেশের-দশের কাণ্ডারী,
তোমারই পথ চেয়ে আছে নর নারী
তোমার সে দেখা পথে আসবে আগমী;
হে তরুণ, লক্ষ্য পানে হও আগুয়ান,
নির্ভীকতা মনে বল জাগো তাড়াতাড়ি,
তুমি সত্য ন্যায়ে হও সুন্দর পূজারী;
বাংলার ভবিষ্যৎ স্বপ্ন গড়ো তুমি।


তুমি এই জাতি জ্ঞাতি এর বট মূল
তোমারই সাফল্যের আদর্শ খাতিরে;
হয়তো স্মরণে পদে দিবে পুষ্প-ফুল,
চিরকাল রবে শ্রদ্ধা ভরে উচ্চ শিরে।
অন্যায় দমন করো সত্যের কীর্তিতে
চিরকাল বেঁচে থাকো বঙ্গের সঙ্গীতে।


১লা পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
১৮ ডিসেম্বর ২০২৩ ইংরেজি