হিম পড়ে বায়ু ভরে
পাতা ফুল ফল,
ঘাসের উপর শিশির কণা
বিন্দু বিন্দু জল।


খোকা খুকি দিচ্ছে উঁকি
পাঠে করে ছল,
হিম শীতে গীত  ধরে
তালে তালে বল।


১০/১/২৪