যুগ সন্ধিক্ষণে মাঝে দাঁড়িয়ে সমাজ,
হারিয়ে বিবেক বুদ্ধি; নিঃস্ব হয়ে আজ।
যুগ সন্ধিক্ষণে দেশ ও জাতি সভ্যতা,
বিবেকহীন চেতনা '–নিঃস্ব মানবতা'।
বিজয় উল্লাসে হাতছানি সুখ কোটি,
পরাজয়ে গ্লানি দুঃখ বয়ে নেয় ত্রুটি।
এ জীবন নিয়ে ছেলে খেলা নয় আর,
একটু ভুলেই স্বপ্ন, '—যে শেষ সবার'।
চারিদিকে মানবতা ধ্বংস কারবারে,
সুযোগ পেলেই সে যে কাউকে না ছাড়ে।
কেমন সূর্য উঠবে '—নতুন সে দিনে'?
ছলনার মায়াজাল, রন্ধ্রে রন্ধ্রে মনে।
মুক্তি খোঁজা যেন বৃথা আধার মগজে,
মিথ্যে যারা, তারা বেশি সুখী এ সমাজে।


২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
৭ ডিসেম্বর ২০২৩ ইংরেজি