তুমি আসবে না মোর হে প্রাণের কবি,
এ ভুবনে তুমি ছাড়া শুন্য লাগে রবি।
কোথায়?হে কবি, চারদিকে খুঁজে থাকি
তব বিশ্ব চেতনায় আমি মুগ্ধ হয়ে ডাকি।
কোথায়? হে বিশ্ব জয়ে নন্দিত হে কবি,
চারদিকে খুঁজে ফেরি, দেখি তব ছবি।
আমার আসিতে যত হয়ে গেল দেরি
তুমি সব দিয়ে শুন্য হাতে গেলে ফেরি।
ভাগ্য সহায় হয়নি তবে, —তুমি শুরু
বিশ্ব নোবেল বিজয়ে, তুমি কবিগুরু।
দেখা হোক বা না হোক আছ এ হৃদয়ে,
কোটি বাঙালির প্রাণে আছ,আজো জয়ে।
সকল সাহিত্য কর্ম, নব প্রাণে জ্বলে
জীবন এক নতুন রঙে বাঁচে দলে।