হে নতুন, তুমি কি বা রূপ ধরে এলে
আমি জানি না সে সব কিছু বুঝি নাই
তুমি একটু আমায় বলে যাও তাই,
মনের প্রদীপ জ্বলে করবো বরণ;
অনুভবে এ বুঝিতে চাই তুমি এলে,
সুখ দুখ নিয়ে খেলা এ জীবন ঠাঁই
মানুষে মানুষে মনে যেন প্রেম চাই
মনের সব আঁধার করো হে হরণ।
এ পৃথিবী অবহেলা — যত অসহায়,
মানুষে মানুষে হয়ে যায় খুনাখুন
মানুষ তারই পরে রয়েছে সহায়;
প্রেম ভরে ডাকিতেছে তব গুণাগুণ।
নতুন তুমি রাঙ্গিয়ে দাও পুষ্প ফলে
এ আলোয় আলোকিত হোক হে সকলে।


১৭ পৌষ ১৪৩০
৩ জানুয়ারি ২০২৪