তুমিই সৃষ্টির সেরা জীব পৃথিবীতে
হে মানব তব জ্ঞান কর্ম ব্যবহারে,
সহানুভূতি বিশুদ্ধ চরিত্র আচারে,
তুমিই নিম্ন জনির প্রভু এ জগতে।
তব কৃতকর্ম এতো নিকৃষ্ট বলতে
তুমি পশুর থেকেও নিম্নে আছ পরে,
অর্থ-জ্ঞান-রূপে ভুল তুমি অহংকারে,
তুমি প্রকৃতি বিরুদ্ধে চল এ জগতে।


শাসনের নামে কর অন্যায় শোষণ,
স্বার্থ বিলাশেই কর হরণ জীবন।
প্রভু কী তোমায় দিল বর হত্যা ঝুলি?
যত পার প্রাণ খুলি, নিজ সুখময়;
তুমি পাপী, বিনা দোষে প্রাণে নাও বলি
তব কৃতকর্মে ধরা আজ দুঃখময়।


১৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ