রাধা নামে বংশি বাজে, গোকুল কানাই
পাগল মনে শোনে ঐ বৃন্দাবনে রাই।
কৃষ্ণ নামে প্রেম জাগে হৃদয় মাঝার,
যমুনার তীরে লীলা করেন বিহার।
সবি ফেলে রাধা রাণী চলেন গমনে,
হৃদয় মিলিবে যেথা,  হৃদয়ের সনে।
যত বাধা সরে যায়  কালের নিয়মে,
পশু পক্ষী আনন্দেই মাতে কৃষ্ণ নামে।


ব্রজেন্দ্র নন্দন, সেই নামে মগ্ন রাধা
রাধা-কৃষ্ণ সে যুগল প্রেম ডোরে বাঁধা।
রাধার হৃদয়ে কৃষ্ণ, কৃষ্ণ আছে ঢাকা,
রাধা নামে বংশি বাজে সুরে সুরে একা।
ওগো বৃন্দাবনেশ্বরী, আছে তোমা হরি,
হরে কৃষ্ণ মহা নামে প্রাণ ধন্য করি।


২৫-০৯-২৩  ইংরেজি