স্বাধীন, স্বাধীন, স্বাধীন
আজ মোরা স্বাধীন,
অনেক অত্যাচার সয়েছি
ইংরেজদের নই অধীন।


স্বাধীনতার মুক্ত সাধে
নিশান উড়ছে বাতাসে,
মুক্ত মনে ছুটছে পাখি
এঁকেবেকে  আকাশে।


স্বাধীনতার জন্য যত
বলি হয়েছে বীর প্রাণ,
ধন্য প্রাণ মহীয়ান
ভারত মাতার সন্তান।


দুইশ বছর যত কেঁদেছি
যত প্রাণ হয়েছে বিদেহী,
ভারত মাতার সন্তান
রাখবে মান বিদ্রোহী।


আপন দেশটাকে আমরা
কত না ভালোবাসি,
দেশের জন্য লড়বে সবে
দিব প্রাণ হাসি হাসি।


১৫ আগস্ট ২০২৩