স্বাধীনতা মানে,
মায়ের ভাষায় মুক্ত মনে কথা বলা,
স্বাধীনতা মানে,
আপন মনে বাংলার এ মাটিতে চলা।
স্বাধীনতা মানে,
মায়ের ডাকে আয় রে খোকা আয় আয়,
স্বাধীনতা মানে,
নিজ অধিকার হবে করতে আদায়।
স্বাধীনতা মানে,
লক্ষ মায়ের ক্রন্দন, সে সন্তান হারা
স্বাধীনতা মানে,
নিজ আত্মীয় স্বজন প্রিয়জন হারা।
স্বাধীনতা মানে,
পদ্মা যমুনা মেঘনা, মুক্ত  জলধারা।
স্বাধীনতা মানে,
জারি সারি বাউলের গান, একতারা।
স্বাধীনতা মানে,
বাংলার আকাশে মুক্ত সূর্যি মামা উঠা,
স্বাধীনতা মানে,
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ক্রিশ্চানে একতা।
স্বাধীনতা মানে,
দোয়েল কোয়েল শ্যামা কোকিলের গান,
স্বাধীনতা মানে,
কৃষকের মুখে হাসি, গলা ভরা ধান।
স্বাধীনতা মানে,
লক্ষ বাঙালির বুক থেকে রক্ত ঢালা,
স্বাধীনতা মানে,
নারীর সিঁদুর সিঁথি থেকে মুছে ফেলা।
স্বাধীনতা মানে,
মাতা, ভগ্নি, বধূ, কন্যা,যে সম্ভ্রম হারা
স্বাধীনতা মানে,
শত সহস্র ত্যাগের দানে মুক্ত করা।
স্বাধীনতা মানে,
ছোট্ট শিশুর  মতোই, ইচ্ছে ছবি আঁকা,
স্বাধীনতা মানে,
মুক্ত লাল সবুজের প্রাণের পতাকা।
স্বাধীনতা মানে,
মুজিবের বজ্র কণ্ঠ অমর ভাষণ,
স্বাধীনতা মানে,
বাঙালি জয়ের মুক্ত পথ অন্বেষণ।  
স্বাধীনতা মানে,
বুদ্ধিজীবীদের প্রাণ উৎসর্গে দেনা,
স্বাধীনতা মানে,
আমরা তদের ত্যাগ কভু ভুলবো না।
স্বাধীনতা মানে,
বাবার কোলে ছেলের পঁচা মৃত লাশ,
স্বাধীনতা মানে,
ষোল ডিসেম্বর জয়ে, বিজয় উল্লাস।
স্বাধীনতা মানে,
নয়টি মাসের যুদ্ধ, পোড়া গন্ধ লাশ।
স্বাধীনতা মানে,
মুক্তিযোদ্ধাদের দেশ প্রেমের বিশ্বাস।
স্বাধীনতা মানে,
সুজলা সুফলা বাংলা শস্য বর্ণ ছন্দ,
স্বাধীনতা মানে,
রূপসী বাংলা তোমা হে জীবনানন্দ।
স্বাধীনতা মানে,
আমার সোনার বাংলা প্রিয় জন্মভূমি,
স্বাধীনতা মানে,
আমার জন্য যে তুমি, তোমা জন্য আমি।
স্বাধীনতা মানে,
বাঙালির জয়, বিশ্ব রাখিবে নিশ্চয়  
স্বাধীনতা মানে,
আমি বাঙালি আমার এই পরিচয়,


৩০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
১৭ ডিসেম্বর ২০২৩ ইংরেজি