দুর্নীতি কালো চাদরে শিক্ষিত সমাজ
স্থুলবুদ্ধি চাটুকারে  জীবিত যে আজ।
কলমের কালি তার, ধ্বংস হাতিয়ার,
আইন কখনো হয়ে যায় বশীভূত তার।
শিক্ষা অপব্যবহারে  জ্ঞানে বল প্রভু,
সাধনে লাভ-ক্ষতিই বেশি হয় কভু।
যদি কলমের কালি হয় ধ্বংস বাণী,
দুর্বলের সাথে কি না হবে কি না জানি।
কেমন  উঠবে  সূর্য  নতুন  সে  দিনে,
মানুষ  বেঁচিয়ে  খায়  মনুষ্যত্বহীনে।
যাদের হাতে সংসার, পৃথিবীর ভার,
তারা আজ বশীভূত, নেই'ক নিস্তার।
যে শিক্ষা হবে কল্যাণে, সে বিলুপ্ত মনে,
আত্মশুদ্ধি বাদে, চর্চা দুর্নীতি দর্শনে।

২১ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
০৮  ডিসেম্বর ২০২৩ ইংরেজি