কত মায়া কত মমতা ?
                      করিয়া এসেছি সংসারে,
হে প্রভু, —তব নাম স্মরণে
                      বাঁধিয়াছি ঘর এ জগৎ সংসারে।
হে প্রভু, —তোমার কৃপায়
                      এসেছি এ ধরা সংসার,
লোভ-লালসা, ঈর্ষা-হিংসায়;
                      ভরল হৃদয় হল অহংকার।
হে প্রভু, —তব কথা না ভেবে;
                      হস্তে হল পাপ, গিয়েছি অসৎ পথে,
ক্ষমার উপসম নেই আমার—
                      তবুও নাও তোমার পথে।
এ সংসারে এসে বড়ই হল অহংকার,
                      এবার তুমি চূর্ণ করে দাও;
আমি তো তোমার, তোমার পথে
                      একবার বুকে টেনে নাও।
এ সংসারের যত কর্মের শাস্তি;
                      জগৎ জনম হতে শেষ সেই দিন,
দু'নয়ন আমার যখন ঘুমিয়ে পড়বে
                      সে যে গভীর নিদ্রায় চিরদিন।


                      রচনা: ১৪ আগস্ট ২০১৩ সাল।