...বাধনহারা......
.....নয়নতারা....
মোঃ লিটন সরকার


ছন্নছাড়া বাধনহারা সামনে বাড়া কদম তোর,
আজ হৃদয়ে টান লেগেছে বান ডেকেছে এ অন্তর ।


আজ বসে আর সময়টা পার করলে বৃথাই মরবি তুই,
চল ছুটে যাই বিশ্ব ছেড়ে উড়াল মেরে আকাশ ছুই ।


ভাঙ্গ রিদয়ের সব দরোজা যা ছুটে যা যেথায় চাস,
চোখ মুছে নে ভাগ্য মেনে প্রাণটা খুলে এবার হাস ।


খোলরে মনের সব জানালা দৌড়ে পালা যেথায় সুখ,
থাকবে না আর দুঃখ জ্বালা জুটবে যেথায় অন্য মুখ ।


আধফোটা ফুল ফুটতে বাকি উড়তে পাখি পাচ্ছে ভয়,
তুই শেখাবি ফুল ফোটানো আর কীভাবে উড়তে হয় ।


প্রেমের দামে মন বেচে দে রাখবি বেধে আর কতো ?
চোখ মেলে দেখ তোর দুয়ারে আচড়ে পড়ে প্রেম কতো ।


অন্ধ বধির হোসনে অধীর আত্মভোলার সেই সাজা,
সব পড়ে থাক গোল্লাতে যাক তোর ভূবনে তুই রাজা ।


মুচকি হেসে থাকলে বসে কাদবি শেষে জনম ভর,
প্রেমের দাবি তুই শোনাবি শক্ত হাতে হাতটি ধর ।


দৌড়ে পিছু কাউকে কিছু বলবি না তুই খবরদার,
এত্তো সোজা নয়রে বোঝা কার ভেতরে বসত কার ।


আর কারো ভুল ভাঙ্গবি না তুই  বুঝলে বুঝুক নইলে নাই,
যে যেভাবে যেথায় পারিস আসল কথা শান্তি চাই.


..........কোথায় পাবে সেই শান্তি তা বলার ক্ষমতা আমার নাই........