সুন্দরের পূজারী
মোঃ লিটন সরকার


সুন্দরের পূজারী কে নাহ?


গোলাপের খোঁজে আঁখিদ্বয় বুঁজে
বালিশে শুকায় জল,
সাগরের বুকে মরে ধুকে ধুকে
ঝিনুক খুজিতে অতল।

পাহাড়ের চূড়ায় হাহাকার কুড়ায়
দেখিয়া প্রকৃতির দৃশ্য,
সাত সমুদ্র পাড়ি মহাকাশ ছাড়ি
একি অপরূপ বিশ্ব।

পূজারীর পুজায় বিধাতাও গুজায়
ভুবন জুড়ে পদোধূলি,
সকলের সুরে নীলাকাশ জুড়ে
পূজারীর আত্ববলী।


কোন পথে চলি কিবা মুখে বলি
পাপ পুণ্য তা খুঁজি না,
বলো তবে হায় বিশাল এ ধরায়
সুন্দরের পূজারী কে নাহ?

সুশোভিত ফুল রমনির চুল
তুলে নেয় খোঁপায় গুঁজে,
ফুলেল সুঘ্রাণ হারায় যদি প্রান
ছুড়ে ফেলে না বুঝে।

খোঁজে নি কভু বাংলার বধু
রুপেতে কি আসে যায়,
এ কবিত্ব নয়নে দু চার চয়নে
মনুষ্যত্ব খুঁজে বেড়ায়।