সারাটা দেহ ভাসছে তোমার
আমার গায়ে ,
খরস্রোতা কামনার তোড়ে
আছড়ে ভাঙ্গে বাধ ।


যেন ভাসিয়ে নিতে চাও
অচেনা দূর সাগরে,  
দুজন মিলে তখন
খুজি সীমাহীন সমুদ্র ।  


ঝরা বৃষ্টি তেমনি  
স্বাপ্নিক সম্ভাবনা জাগায়,
তীর ছুড়ে মেঘের তিমিরে
আবছা আলোয় বিজলীর ছোঁয়াতে ।


যৌবনের জোয়ারে
সব অর্ঘ্য ধুয়ে যায়,  
খোঁপায় তুলসী ফুলে
প্রেমস্নাত প্রিয়া ।