নর্তকীহীন রঙ্গশালা  
একাকী শুরা পাত্রে,  
অর্থহীন আবেগের
নিঃসঙ্গ পরে থাকা ।


জং জর্জরিত
ঝংকারহীন ঝুমুর,
তাল লয়হীন
নেতিয়ে পরা তবলা ,
পুরীতে নেই পৌঢ় বাইজী  
রমণীহীন শুন্য হেরেম ।


রাজ্যহীন রাজ দরবারে
নেই কারো কুর্নিশ ,
অহংকারী হুংকারে কম্পিত নয়
রাজ সিংহাসন ।


নেই আর গুপ্ত ঘাতকের  
বিষাক্ত তীরের ভয়
মোসাহেব নেই, চাটুকার নেই
নেই রাজ কবির জয় স্তুতি,
হাতিশাল,ঘোড়াশাল সবখানে
শুধু শূন্যতার বাস ।


সর্বহারা নির্ভয়, নির্বাক  
রাজ্যের অধিপতি,
ঋজু ভারে ন্যুব্জ
অশীতিপর অপেক্ষায়,


তুমিহীনা রাজ্য
যেন অশান্তির যজ্ঞ ।


  
২৬.০৬.২০১৪
ভিপিতেনু , বুলজানু
     ইটালি