যা কিছু আছে
যাবো সব বিলায়ে,
এ ভুবনে আসলে
কে কদিন বাঁচে?  
ঐ-তো সেদিন এক রাজনীতির নেতা
হারিয়ে নীতি সব বকছিল মিছে কথা,
দু-দিন পরে করোনার ঝড়ে  
ঘুমিয়ে পড়লো সে শূন্য কবরে।
চোর-ছেঁছড়ের কথা কি আর বলি  
পুলিশের গুলিতে হল কত বলি।  
ডাক্তার মশায় দিয়ে ভুল অসুধ,
ভাত খায় মাছ দিয়ে, রাতে খায় দুধ;  
একদিন শুনি ডাক্তার নাই,
এমন রোগে ধরল তাঁরে
নাম তাঁর জানা নাই।
ব্যবসায়ীর কথা বাদই দিলাম,
ভেজাল মিশিয়ে সবে নিচ্ছে কম দাম,
একদিন শুনি তাঁর নিজেরই ব্যারাম,
ভেজাল খেয়ে সে ছেড়েছে তাঁর দম।
মন্দির মসজিদে গির্জায়, গুরুর অভাব নাই;  
ধর্ম ভয় দেখিয়ে লোকেদের ব্যবসা চালায়,
বললে সেকথা তাঁদের, পরি নরক জ্বালায়;      
ঐ দিন শুনি একজন মেরেছে অক্কা,  
সকল রয়েছে পরে ,হাতখানি তারও ফাঁকা।  
আমি তুমি ভাই বাদ রইলাম কেন?
আমার তোমার তো কথার ফুলঝুরি
ভুলে যাই আমাদেরও ডেকে নেবে ধুলি।
জীবনে বাড়াবাড়ি বেশি ভালো নয়,  
বাইবেল কোরআন বেদ সে কথাই কয়,
ভেবে নিলাম তাই দিয়ে যাবো যা আছে,  
এ ভুবনে আসলে কে কদিন বাঁচে!!