নাম তাঁর মেয়ে,
সে প্রিয় সবার চেয়ে,
অথচ গর্ভে তাঁকে রাখতে ,
মা কে হয় নোনা জলে ভাসতে ,
ধর্ম গ্রন্থ নাকি কয়,
সন্মান পাবে সে নিশ্চয়,
কাজের বেলায় দেখি ,
সবই ফাকি ঝুঁকি।
সবাই তাঁরে বলে,
তাঁর চলনে নাকি দোষ,
পুরুষ খাচায়  রেখে তাঁরে,
মানাইতে চায় পোষ ।
সে একটু কালো হলে,
সবাই বলে, এতে কি চলে?
সব ছেলেরা পালায়,
সবাই সুন্দর মেয়ে চায়।
যেন সে বাজারের সদায়
তাঁকে দেখে কিনতে হয়।
যদি সাজ করে সে,
বিরুপ কথাতে ভাসে।
সবাই হতে চায় তাঁর প্রেমিক,
কেউ নেই লড়াইয়ের সৈনিক ।
যদি সে স্বপ্ন দেখতে চায়,
সবাই ভয় ভীতি দেখায়।
ঘরে নাই রে তাঁর সুখ,
রাস্তায় ঢাকতে হয় তাঁর মুখ।
এই পৃথিবী যেন তাঁর নয়,
থাকে পরাধীনতায় ।  
কত শিক্ষা ভূরি ভূরি,
তবু ধর্ষিত হয় নারী ।
জগত তাঁরে চায়,
তবু তাঁর মুক্তি চায়না,
যুগ  যুগ  চলে যায়
সমাজ বদলায় না।  
নাম তাঁর মেয়ে,
সে প্রিয় সবার চেয়ে,
হোক পুরুষের পুনুরুথান
দিয়ে নারীদের সম-সন্মান।  
ভাঙ্গুক সমাজের  কুসংস্কার,
মিলুক মেয়েদের নিজ অধিকার।
হউক নারীরা আগুয়ান  
উড়ুক মুক্তির  চির নিশান ।