আমি একটি ছেলে;
শুনি সবাই বলে,
পুরুষের নাকি কাঁদতে হয়না।
বাসার ভারাটা বাঁকি ,
মালিক বলে দিয়েছে ডাকি,
ভারাটা কিন্তু মাসের প্রথমে চাই;
এদিকে চাকরিটা নাই ;
ভেবে পাইনা কীভাবে কোথায় যাই।
মা লিখেছে বাবার নাকি অসুক,
টাকার নাকি দরকার,
অথচ পকেট আমার খালি;
কড়ি পয়সাও নাই নাস্তার ।
বন্ধুরা সব সরে গেছে দূরে ;
অভাগা তারা আমায় মনে করে।
ঘোষণা দিয়েছে সরকার;
করনাকে এড়াতে ঘরে থাকা দরকার,
কিন্তু দারিদ্রতা যে আমাকে তাড়ে;
সেটা কি চোখে তাঁর পড়ে?
চাকরির জন্য যখন যেখানে যাই;
সবাই বলে চাকরি এখানে নাই ।
বাসে চড়ার টাকাটা নিল পকেটমার,
হয়তবা টাকাটা ওর অনেক বেশী দরকার।
রাস্তা দিয়ে হাটি শূন্য হাতে ;
ঘুমটা হয়না একেবারেরই রাতে।
শূন্য মনে, আকাশ পানে
চাঁদকে লাগে রুটি;
ভাবি আমার ভব সংসারে
কবে হবে ছুটি।
আমি একটি ছেলে;
শুনি সবাই বলে
পুরুষের নাকি কাঁদতে হয়না;
চোখে বরষার বাণ ছাড়া আমার
কেউ যে বন্ধু হলো না!!