হউক না বৃষ্টি!
ভিজে মরি তার আঁচলে!
ভিজে যাক তৃষার্ত মন আমার;
তার ভালোবাসার ছন্দময় ছলে।
হারাই যদি পরান তাতে কি?
প্রেমহীন জীবনের প্রকৃত মূল্য আছে কি?
মরীচিকায় কক্ষনো প্রাণ-জল মেলে কি?
হউক না বিসর্জন এ দেহ মন তাঁরই তরে
জানিবে না সে কত আপণ আমার যে-
বলিব শুধু অশ্রুসিক্ত নয়নে,
নীরবে, একাকী-
মর্ম অনুসন্ধানী ঐ বিধাতারে।