গোলাপ বলে,
আমার সাথে বন্ধুত্ব করো,
টগর বলে,
বাঁচতে হলে ওর সঙ্গ ছাড়ো,
বেলী বলে,
তবে আমার সুবাসটা নেও,
কলমি বলে,
ভরাগাঙ্গে এবার দেখি
ডুববে তোমার নাও,
জবা বলে,
সব ছেড়ে আমায় গলে লও,
কদম বলে,
পালাও এবার যদি বাঁচতে চাও,
শাপলা বলে,
একটু জলে আমার কাছে আস,
মাধবি বলে,
এবার হবে তোমার সর্বনাশও।
আমি তখন কি আর করি,
ছাড়লাম সবার সঙ্গ,
ভালোবাসা! আহা মরি! মরি !
দেখলাম কত  রং ও ঢংও।