আবেগপূর্ণ ভালোবাসা হল
কল্লোলের মত ক্ষণস্থায়ী।
মানবজীবনে দুদিনের মত এসে
হঠাৎ যায় চলে।


মানবজাতি তার উপরই
রাগ বা অভিমান করে,
যাকে সে সবথেকে বেশী ভালোবাসে।
তাইতো ভালোবাসার মানুষের প্রতি
রাগ-অভিমান করা যায়।
অন্য কারো প্রতি নয়!


তবে একটা সময় পর
প্রিয় মানুষটির গুরুত্ব যায় হারিয়ে।
তখন কেবলমাত্র অবহেলা ছাড়া
আর কিচ্ছু মেলেনা।
যাকে মানুষ নিজের জীবনের চেয়েও
সবচেয়ে বেশী ভালোবাসে।
হয়তো একদিন সেই অবহেলা করবে।
এটাই বাস্তব!