জগতে দুটো জিনিসের মূল্য আজো বাড়েনি,
বিশ্বাস ও ভালোবাসা।
এর মূল্য আগেও কেও দেয়নি,
আর আজো কেও দেয়না।
গুণীজনে শুনি,কাওকে মন দেওয়া যতটা সহজ,
তাকে ভুলে থাকা ততটাই দুরূহ।
শ্যাম-শ্যাম বলে রাধার কৃষ্ণনামে মজিল মন,
কিন্তু,নন্দলাল সকল চাওয়া-পাওয়া বিরত রেখে,
মথুরা গেল চলে।
যে কদম্বতলে কৃষ্ণের বংশীধ্বনি শুনে,
কৃষ্ণ অন্তঃপ্রাণা রাধা অভিসারে যেত।
আজ শূন্য সেই কদম্বতল,
শূন্য রাধার অন্তর।
আজো রাধা কেবলি নীরবে কান্দে,
কান্দে তাঁর বিরহদরদী মন।
ওহে,মানবজাতি!
অন্যকে বেদনা দিয়ে তোমরা কী পাও?
কখনো কি ভেবে দেখেছ!
একদিন সেই বেদনার দহনে পুড়ে,
তোমরা হবে ভস্ম।