গুড়ুম গুড়ুম শব্দের রোমাঞ্চকর ডাক,
আগুনের রশ্মিতে আকাশ হচ্ছে ভাগ।
বজ্রপাতের শব্দ শুনে যেমনি লাগে চমৎকার,
শ্রাবন মাসে দিনের বেলা তেমনি অন্ধকার।
রিম ঝিমঝিম শ্রাবনে দিনভর বৃষ্টি,
প্রকৃতিতে তুলে ধরে নতুন এক সৃষ্টি।
নকশিকাঁথায় নকশা করে গ্রাম বাংলার মেয়ে
সেই নকশায় গাঁথা আছে,সুখ দুঃখের কথা।
বর্ষার পানিতে চারদিক হয়ে আছে টইটম্বুর,
চেয়ে দেখি যে দৃশ্য,সে কি অপরূপ।