সুখ,দুঃখ,হাসি,কান্না মিলেমিশে একত্রে
সবকিছু নিয়ে আমরা বেঁচে আছি সকলে।
একের শক্তি,দশের শক্তি হয়না কখনো এক,
তাই বলি ভাই একসাথে মিলে বাঁচি খুব।
যতই থাকুক দুঃখ,কষ্ট মুখে রেখে হাসি,
কাঁধে কাঁধ রেখে চলো ভাই একসাথে বাঁচি।
একের কথা নয়,দশের কথার হয় জয়,
বলি ভাই সব ভুলে যাই একসাথে বেঁচে রই।
দালানের লোকদের বলি থামাও অত্যাচার,
গরীবদের এবার দাও শান্তি,দাও নিস্তার
মিলে মোরা থাকলেরে হবে শক্রর পরাজয়,
বিভেদ,বঞ্চনা ভুলে গেলে পাবে শক্ররা ভয়।
একা ভাই যায় না বাঁচা যায় না করা চলাচল
তাই বলে গেছেন জ্ঞানীগুনী একতাই বল।