জন্ম আমায় দিলে মাগো তুমি আমার ধন,
তোমার জন্য করতে পারি এ জীবন পণ।
যেমনি মাগো করলে আমার লালন,পালন
তেমনি রাখলে আগলে,করলে আমার যতন।
তোমার জন্য পেরেছি দেখতে পৃথিবীর মুখ,
তাইতো মা করতে পারি এ সুখ উপভোগ।
তোমার মতো কেউতো রাত জাগে না পাশে,
কেউতো হাত বুলিয়ে ঘুম পাড়ায় না রাতে।
জীবন দিয়ে পারবোনা করতে শোধ এ ঋণ,
প্রয়োজনে জীবন দেবো,আসলে এমন দিন।
তুমি মাগো সবার সেরা,সবচেয়ে মহান
এত কিছু করেও তুমি চাওনা এর দাম