ঘন মেঘে আচ্ছন্ন মেঘলা আকাশ,
দ্রুতগতিতে বয়ে চলা ঝড়ো বাতাস।
নদীর পাড়ে আছড়ে পড়া বিশাল ঢেউ,
সবার মনে চিন্তার ভার নিশ্চিতে নেই কেউ।
মাটির বেড়া,খড়ের চাল উড়িয়ে নিয়ে যাচ্ছে,
সবার মনে হচ্ছে ভয়,হচ্ছে ক্ষয় জানমাল।
একের পর এক বজ্রপাতে বাড়ছে মনে ভয়,
যাবে সব তলিয়ে,মনে নেই কোনো সংশয়।
কত মানুষ স্বজন হারিয়ে করছে হাহাকার,
ছাদ হারিয়ে অনেকেই দেখছে অন্ধকার।
অনেকের তো ভিটেটুকুও নিয়েছে নদী কেড়ে
শেষ নেই বিপদ তাদের যাচ্ছে বিপদ বেড়ে।
গাছপালা উড়িয়ে ফেলে ধ্বংস করে পরিবেশ
পশুপাখি সব ঝড়ের দাপটে হচ্ছে বিনাশ
সাধে কী কেউ বলে নাকি কাল বৈশাখী ঝড়,
বৈশাখে এসে যে তুই দিস না কাউকে ছাড়!