সূর্যের আলো সে ঘরে ঢোকা হয়েছে হারাম
সে ঘরে নেই কোনো সুখ,শান্তি,আরাম।
যার জীবন চলেছিল পাপের পথে অবিরাম,
এখানে থেমে গেছে জীবন নামের অভিধান।
আলোয় থেকেও যেনো ছিলো না আলোয়,
বুঝতো না ব্যবধান খারাপ আর ভালোর।
হাজার বাতি জ্বাললেও পৌঁছাবে না আলো,
পূন্য ছাড়া সে ঘর যে শুধুই নিরেট কালো।
আজাবের পর আজাব এসে জমবে তার ঘর,
ক্রমে ক্রমে তা নিক্ষেপ হবে পাপীষ্ঠার উপর
বাঁচাও,বাঁচাও,বাঁচাও বলে চিৎকার হবে শুধু,
তখন তার চিৎকার যে কেউ শুনবে না মৃধু।