টাকার মাঝে আছে এক অদ্ভুত শক্তি,
আছে যার তার জন্যই সকল শ্রদ্ধা ভক্তি।
এ সমাজে শুধু ক্ষমতা আছে তাহার,
যার আছে সম্পদের অজস্র পাহাড়।
হোক না সে মন্দ আর খারাপ অতি,
টাকা পেলে সবাই তার নামে করবে ধন্যি।
থাকলে টাকা ভালোবাসা পাবে প্রতিবেলা,
হারিয়ে দেখো সব বাড়তে থাকবে অবহেলা।
নিম্নবিত্তরা নয় মানুষ তারা যে আজব জীব,
সম্পদশালীদের কাছে তারা গেয়ো ভূত,নীচ।
টাকার জন্য ভাই ভাই সম্পর্ক হয় ছিন্ন,
এসব মানসিকতায় তারা মানুষ নাকি ভিন্ন?
আজব এই টাকার জন্য আপন হয়ে যায় পর
টাকার জন্য আনতে পারে সবার জীবনে ঝড়
টাকা,টাকা,টাকা বলতে উন্মাদ আজ মানুষ,
টাকার কাছে বিক্রি হওয়া মানুষ হবে বিনাশ।
বুঝে না যে টাকার জন্যে হতে পারে সর্বনাশ
কীভাবে বুঝবে ওরা এর জন্য খাবে যে বাঁশ!