প্রেম,প্রীতি,ভালোবাসা নাকি সবার জন্য,
তবে জানো কেন আমি এসব থেকে ছিন্ন?
ধন দৌলত টাকা পয়সা আছে যাদের ভর্তি,
ভালোবাসা নিয়ে আজ করছে তারা ফূর্তি।
সুখ, শান্তি,বিলাসীতার জন্য যারা ব্যগ্র,
বলে তারা প্রেম প্রীতি দৌলতবানদের জন্য‌
ভালোবেসে যারা আজ খেয়েছেন ধোঁকা,
বলেন তারা টাকাই নাকি এর মূলকথা।
তবে কি করে হয় ভালোবাসা সবার?    
যার জন্য প্রয়োজন শুধুই টাকার।
আবেগ থেকে সৃষ্টি যে ভালোবাসা,
এর মূলকথা কীভাবে হয় টাকা?
ভালোবাসা গরীবের কাছে অমূল্য,
কিন্তু ধনীর কাছে এর দাম শূন্য।
তবে যারা বোঝে না ভালোবাসার মূল্য,
কেন অনেক ভালোবাসা তাদের ঘিরে হলো?
কিসের প্রয়োজন এই ভালোবাসা?
যার শুধু টাকাই মূলকথা,
বোঝেছো কেন এসব থেকে আমি ছিন্ন?
নিশ্চয়ই এই মূল্যহীন ভালোবাসার জন্য,