নিজেকে আজ অনেক বেশি,
একা মনে হচ্ছে।
অখণ্ডিত সময়গুলো,
খণ্ডে, খণ্ডে বিভক্ত হচ্ছে।
নিঃসঙ্গতা চারপাশ থেকে ঘিরে ধরছে খুব,
রাতের পর রাত কাটছে নির্ঘুম।


উষা লগ্নে যখন সূর্যটা উঁকি দেয়,
স্বপ্নভঙ্গের কারনগুলো হয় যে মুখোমুখি।
মনে মনে ঘুম চোখে ডুবে থাকি,
কোন এক উদ্ভাসিত জল পাপড়িতে।
আড়াল থাকি সব ব্যস্ত কোলাহল হতে


না হয় শোনাতে হবে,
ব্যর্থতায় ঘেরা স্বপ্ন ভঙ্গের গল্প।
খুব উৎফুল্ল হয়ে,
বিষাদে ভরা ক্লান্ত চোখে।


হারিয়ে যাবো একদিন ব্যস্ত শহর হতে,
হয়তো সেদিন খুঁজবে সবে।
শতদিনের ধুলোজমা,
একলা মানুষটাকে!