লেখিকা বলে সম্বোধন করে
বললো আমার ভাইয়া
সাহিত্যচর্চা করেন অনেক,
রচয়িতা অনেক কবিতার।
আমায় নিয়ে যায় কি লেখা,
একটি প্রানোবন্তো কবিতা?
লেখিকা যখন বললো একবার
করাই যায় চেষ্টা লেখার,


চাপে আছি,লিখবোটা কি?
তবে, ভাইটি আমার প্রেমিক খাটি
সত্যি কথা বলতেটা কি,
মাঝে মাঝে দেয় কাজে ফাঁকি
হূল্লোড় প্রিয় হাসিখুশি ভাই
মেজাজ ভীষণ ফুড়ফুড়ে,
আলসে রাজা কাটাবে জীবন
হয়ে দেবদাস ঘুরেঘুরে।
অভিযোগ তো করি আমি,
সকল কাজে ভাইটির।
তারপরও যে ভাইয়ের কাছে,
আমি মিষ্টি বোনটি।


প্রেমে খাঁটি, কাজে ফাঁকি
সবকিছুতেই হিজিবিজি।
আর কিছুতে যেমন তেমন
ভাই হিসেবে অন্যরকম,
সে যে সেরা ভাইটি।