অন্ধকার নিরেট কালো,
কোলাহল হতে একাই ভালো।
সুবাসিত লাল গোলাপ হতে,
কালো বিশ্রী গোলাপ ভালো।
শীতল হাওয়ার সুন্দর বিকেল হতে,
ঝড়ো বৃষ্টি আর বজ্রপাতই ভালো।
পাহাড়ও না, সমুদ্রও না
সবচেয়ে ভালো ঘরের কোণা।
চাই না স্নেহ,মায়া,মমতা
বেশ আছি নিয়ে ব্যাথা,বন্দনা
অপ্রাপ্তিতেই মিটে প্রাপ্তি,
কবে টানবো জীবনের ইতি!
অপেক্ষাতে গুনছি প্রহর,
লিখবো কবে সমাপ্তি!