ফেলে আসা দিনগুলি বেশ ছিলো,
বেশ ছিলো ছুটোছুটি,খুনসুটি,খেলাধুলো।
এ পাড়ায় মারামারি,ও পাড়ায় আম চুরি,
বনে-বাদারে ছন্নছাড়া ঘুরাঘুরি,
বেশ ছিলো,ফেলে আসা দিনগুলি।


বেশ রকমের দিনটাকে,
ফেলে এসেছি মনের ঐ কোণটাতে।


একেঁবেকে চলে যাওয়া গ্রামগঞ্জের পথ,
ছুটে চলা বাতাসের শনশন শব্দের মত।
ভোরের কুয়াশা ঘেরা ঘাসফুল পেরিয়ে,
হেলেদুলে পথপ্রান্তরে যেত বেলা গড়িয়ে।
হাতে হাত,পা ময় রাঙা ধুলোর ছাপ,
রাঙামাটি ভরা সময়ের প্রতি পদক্ষেপ।


ফেলে এসেছি আমার ছোটবেলা,
ঐ সময়ের প্রতি বাকেঁ।
বেশ মন খারাপ করে,কষ্ট হয়
মনের কোণে খুঁজে পেলে তাকে।